বড়া জনকল্যান সমিতির ত্রান ও পোশাক বিতরণ সন্দেশখালি

সংবাদদাতা : ‘ইয়াস’ কবলিত এলাকায় বড়া জনকল্যান সমিতির উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবী রাকিবুল ইসলামের নেতৃত্বে ইয়াস ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা সন্দেশখালির আতাপুর, মনিপুর, রামপুর ঝুপখালি, সামান্ত পাড়া এলাকায় চারশত পরিবারের খাদ্য সামগ্রী, ৬০০ নতুন বস্ত্র, ৭০০ লিটার পানিয়জল , স্যনিটাইজার, মাক্স বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক সন্দেশখালির বাসিন্দা আবু সিদ্দিক খান, সমাজকর্মী জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, সামসের আলি, সাবির হোসেন, ইসরাফুল ইসলাম মিন্টু, জব্বার আলি প্রমুখ

    সমাজসেবী রাকিবুল ইসলাম বলেন, বড়া জনকল্যাণ সমিতি সারাবছর জনকল্যাণমুখী কাজ করে থাকে, পাশাপাশি নদীমাতৃিক এলাকায় বন্য কবলিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দেন। আজ তার দৃষ্টান্ত রাখলো।
    সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, উত্তর ২৪ পরগণা ও দক্ষিন ২৪ পরগনা জেলাসহ বিভিন্ন জায়গায় একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন যেভাবে ময়দানে নেমে প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, সত্যি প্রশংসার দাবি রাখে।