|
---|
নিজস্ব প্রতিনিধি; কাঁথি: প্রেম কখনো গোপনে, আবার কখনো দাপিয়ে চলে প্রকাশ্যে! প্রত্যেকের জীবনেই আসে প্রেম! আর সেই প্রেমের পথেই কলেজ ছাত্রীর সাথে প্রেম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় এক যুবক। আর সেই প্রেমের জেরে প্রেমিক যুবককে রাতভর পিটিয়ে শেষমেশ তার গায়ে পেট্রোল ছিটিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল প্রেমিকার বাড়ির লোকেদের বিরুদ্ধে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর থানার অন্তর্গত খাঁনজাতাপুর গ্রামে। ঘটনায় মৃত প্রেমিক যুবকটির নাম রঞ্জিৎ মণ্ডল(২১)। আজ ভোর রাতে যুবকটিকে দাউদাউ করে আগুনে পুড়তে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশে। তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। এরপর আগুন নিভিয়ে আধপোড়া দেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মৃতদেহটিকে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনার তদন্তে যুবকের প্রেমিকা সায়নী মণ্ডল(১৯) সহ পরিবারের ৬ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে মেয়েটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আর ছেলেটি দিল্লীতে সোনার কাজ করত বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সহ নিন্দার ঝড় উঠেছে।