দুষ্কৃতি ও নেশা মুক্ত সমাজ গড়তে রাস্তায় নামলো মধুঘাট কাঠ ব্যাবসায়ী

মোঃ নাওয়াজ শরীফ,কালিয়াচক,মালদা, নতুন গতি-: বেশ কিছুদিন থেকে অশান্তিতে ভুগছেন মধুঘাট কাঠ ব্যবসা। গত ১ লা ফেব্রুয়ারি থেকে ৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত গোটা কালিয়াচক এলাকায় সমস্ত স্ব মিল বন্দ থাকে। অস্থায়ী বন্ধ ডাকা হয়েছিল কালিয়াচক কাঠ শ্রমিক সংগঠন এর পক্ষ থেকে। শ্রমিক ও কাঠ ব্যাবসায়ী দের কিছু দাবিদাওয়া নিয়ে তাদের মধ্যে বিবাদ তৈরি হয়, আর তাদের বিবাদের জেরে স্ব মিল মালিক দেরও হয়রানিতে পড়তে হয়। ৮ ই ফেব্রুয়ারি কালিয়াচক স্ব মিল ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করাহয়। উক্ত আয়োজনে কাঠ ব্যাবসায়ী, কাঠ শ্রমিক ও মিল মালিক সবায় সবার সব দাবি মেনে নেই। ৯ ইফেব্রুয়ারি পূর্ণোদ্দমে সবাই সবার কাজ শুরু করে। আবার গত ১৩ ই ফেব্রুয়ারি, বুধবার রাতে মধুঘাটে দুইটি স্ব মিলে ভয়াবহ অগ্নিকান্ড দেখা যাই। ঘটনা স্থলে একটি দমকলের ইঞ্জিন আসে এবং একটি মিল এর অগ্নি নিয়ন্ত্রণে আনতেই জল শেষ হয়ে যাই। আর একটি ইঞ্জিন আসতেই অন্য মিলটি চিতাভস্ম হয়ে যাই।
মিল সংলগ্ন লিচু বাগানে চলছে রমরমা “ব্রাউন সুগার” ক্রয়বিক্রয়। গত বুধবার বিকেলে কিছু দুষ্কৃতি মিলের মধ্যে এসে এলোপাথারি গুলি চালায়। সেই প্রতিবাদে বৃহস্পতিবার কালিয়াচক স্ব মিল ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পরিচালনায় দুষ্কৃতী এবং নেশা মুক্ত সমাজ গড়তে একটি পথযাত্রার আয়োজন করে। এই পথযাত্রায় মিল মালিক, কাঠ ব্যাবসায়ী, কাঠ শ্রমিক ও স্থানীয় সব ব্যাবসায়ী পায়ে পা মেলান। কাঠ ব্যাবসায়ী সিন্টু মন্ডল নিজ বক্তব্যে বলেন, আগামীতে আমরা এই ঘটনার জন্য প্রয়োজন হলে আরো বড় করে পথযাত্রা করবো।