|
---|
- নিজস্ব প্রতিনিধি, মালদা, ১৬ আগস্ট :সীমান্তরক্ষী বাহিনীর পরীক্ষায় ভুয়ো এক পরীক্ষার্থীকে গ্রেফতার করলো বিএসএফের ভিজিলান্স শাখার অফিসারেরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার বিএসএফ ক্যাম্পে। ধৃত যুবককে পরে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ এবং সংশ্লিষ্ট থানার পুলিশ কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত যুবকের নাম অপূর্ব বিশ্বাস । তার বাড়ি বর্ধমানে। এদিন সকালে বৈষ্ণবনগরের বিএসএফ ক্যাম্পে সীমান্তরক্ষী বাহিনীর নিয়োগ পরীক্ষা চলছিল। ওই যুবক অন্য এক প্রার্থীর হয়ে এই পরীক্ষায় সামিল হয়। শারীরিক পরীক্ষা দেওয়ার সময় বিএসএফের ভিজিলান্স শাখার অফিসারদের হাতে ধরা পড়ে যায় ওই ভুয়ো। পরীক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে ভুয়ো পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দেওয়ার বিষয়টি।
বৈষ্ণবনগর থানা পুলিশ জানিয়েছে, ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে । এই ঘটনার পিছনে কোন চক্র কাজ করছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
ছবি —— ধৃত ভুয়ো পরীক্ষার্থী।