বাংলা সংস্কৃতি মঞ্চের তৎপরতায় দেশে ফিরছে বিহারে আটকে থাকা শ্রমিকরা

 

    মোঃ রিপন ,বীরভূম ::অবশেষে অপেক্ষার বাঁধ ভাঙলো দেশে ফিরছে বিহারে আটকে থাকা পা‌ইকর থানার নয়াগ্রামের 8 জন শ্রমিক। বিহারের মধুবনীতে আটকে রেখে তাদের উপর চলেছিল অকথ্য অত্যাচার। তিন দিন না খাইয়ে ঘরের ভেতরে রাখা হয়েছিল এই শ্রমিকদের এমনটাই অভিযোগ করেছে তাদের পরিবার। নয়াগ্রামের ওই শ্রমিকদের পরিবার বাংলা সংস্কৃতি মঞ্চের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে সমস্ত কথা বলে।

    বিহারে আটকে থাকা শ্রমিক আহেদুল সেখের বাবা মনু সেখ পুরোপুরি অন্ধ পাইকর থানার দাঁতুড়ায় বাড়ি। তিনি বলেন দারিদ্রতার সঙ্গে দীর্ঘদিন লড়াই করে চলেছি ছেলে একমাত্র উপার্জনের পথ। কিন্তু ছেলেকে সেখানে আটকে রাখা হয়েছে। শেখ মনু ছোট ছেলেকে সাথে নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষে করে। তবে ছেলে বাড়ি আসছে শুনে তিনি আজ কিছুটা হলেও আনন্দিত। অন্যদিকে রাজমিস্ত্রি মেসবাউল মুকরামিনের মা মহাবিরা বিবি প্রায় প্রতিবন্ধী। নিজের হাতে কিছু করতে পারেন না। তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁর ছেলে মুক্তি পাবে। বাড়িতে তিন বছরের সোহেল আব্বাকে আবার দেখতে পাবে! অবশ্য তারা যে বাড়ি ফিরছে তার পুরো কৃতিত্বটা বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম কে দিয়েছেন। মহাবিরা বিবি ছেলের ছবি বুকে চেপে ধরে কেঁদে কেঁদে সামিরুল ইসলাম এর নামটা বারবার বলছেন। সামিরুল ইসলাম তার ছেলেকে আবার তার বুকে ফিরিয়ে দিয়েছে এটাই তার কাছে সব থেকে বড় পাওয়া।

    এব্যাপারে বীরভূম জেলা পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওই আট জন শ্রমিককে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য আমরা ওই রাজ্যের পুলিশের সাথে লাগাতার যোগাযোগ রেখে চলেছি। শীঘ্রই ওরা মুক্তি পাবে এবং ঘরে ফিরবে। বিহারে মধুবনি তে যোগাযোগ করা হলে এক শ্রমিক বলেন তারা ট্রেন ধরে খুব শীঘ্রই বাড়ি আসছে। বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম বলেন লড়াই টা সহজ ছিল না। ওদেরকে ফেরত এনে ওদের বাবা মায়ের কোলে তুলে দিতে পারব এটাই হয়তো আমার কাছে সব থেকে বড় পাওয়া। আমরা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ,সেখানকার জেলাশাসক, পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। সাথে মানবাধিকার কমিশনের সাথে যোগাযোগ করে সমস্ত ব্যাপারটা খুলে বলি তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই বাংলা সংস্কৃতি মঞ্চের প্রত্যেকটি সদস্য কে যারা এই দুর্দিনে ওই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিল।