অঝোর ধারায় বর্ষণ সঙ্গে বজ্রবিদ্যুতের চোখ রাঙানি উপেক্ষা করে গাছ বসালো বজবজ প্রত্যাশা…

নিজস্ব সংবাদদাতা নতুন গতিঃ   বর্ষা ! তা কেমন যেন অধরাই ছিল কোলকাতা তথা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, বর্ষার উপস্তিতি সেভাবে মিলছিলো না, কিন্তু শুত্রুবার দুপুর থেকেই বর্ষা দেখালো তার অতি ভয়ঙ্কর রূপ, শুধু অতি বৃষ্টি না সঙ্গে ছিল মুহুর্মূহু বজ্রপাত, বজ্রপাতে মৃত্যু ও হলো কয়েক জনের, অপরদিকে এই বৃষ্টির দিকেই ওঁৎ পেতে তাকিয়ে ছিলো স্বেচ্ছাসেবী সংগঠন বজবজ প্রত্যাশা, জল সংকট, অতি বৃষ্টি, বেশি বজ্রপাত সবই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফসল, উপায় একটাই গাছ কাটা বন্ধ এবং যত বেশি সম্ভব বৃক্ষরোপন করে পৃথিবীকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে, এই বিষয়ে সমাজকে সচেতন করতেই বজবজ প্রত্যাশা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল বহু আগে থেকেই, ব্যাপক হরে চারাগাছ বিতরণ ও অল্পবিস্তর বৃক্ষরোপন চলছিলো প্রায় মাস দুয়েক ধরে, কিন্তু গতকালের প্রবল বৃষ্টি তাদের কাছে খুশির বার্তানিয়ে আসে, সকালে যখন প্রবল বৃষ্টি জলমগ্ন গোটা শহর, অন্য দিকে অতি উৎসাহে একই দিনে প্রচুর পরিমানে গাছ রোপন করলো তারা সঙ্গে বার্তা দিলো আমাদের দূষিত সমাজকে আর যাই হোক চারিদিকে চারা গাছ রোপনের পথ থেকে পিছনে হাঁটবেনা তাঁরা, সবুজ হোক পৃথিবী তথা ভারতবর্ষ, পরবর্তী প্রজন্মের বাসযোগ্য হোক এই সুন্দর পৃথিবী এটাই তাদের একমাত্র প্রার্থনা