রাজপুর সোনারপুর পৌরসভার জল দপ্তরের উদ্যোগে “জল বাঁচাও জীবন বাঁচাও” অনুষ্ঠান

 জাহির হোসেন, সোনারপুর : রাজপুর সোনারপুর পৌরসভার জল দপ্তরের উদ্যোগে “জল বাঁচাও জীবন বাঁচাও” অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলো মহামায়াতলা জয় হিন্দ প্রেক্ষাগৃহে। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয়া শ্রীমতি মিমি চক্রবর্তী মহাশয়া সঙ্গে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয়া শ্রীমতি ফিরদৌসী বেগম মহাশয়া ও সোনারপুর দক্ষিণ বিধানসভা বিধায়ক শ্রী জীবন মুখোপাধ্যায় মহাশয় এবং রাজপুর সোনারপুর পৌরসভা পৌর প্রধান ডাঃ পল্লব দাস মহাশয়। সমগ্র অনুষ্ঠানটি পৌরহিত্য করেন জল দপ্তরের পৌর প্রধান পরিষদ সদস্য জনাব নজরুল আলী মন্ডল মহাশয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভা সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পৌরসভার সমস্ত স্বাস্থ্যকর্মী ও এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক বৃন্দ।

    মিমির বক্তব্যর মধ্য দিয়ে যেটা মূল বিষয় উঠে আসে সেটি হল পৌরসভা থেকে টাইম কল গুলোতে স্টপ নব লাগিয়ে দেওয়ার পরেও সেগুলো প্রায় সময় দেখা যায় থাকে না, ভেঙ্গে দেয় ইত্যাদি। তিনি জনগণের উদ্দেশ্যে বার্তা দেন সেগুলি পৌরসভার সঙ্গে সঙ্গে দেখার দায়িত্ব কিন্তু জনসাধারণের। জনগণ যদি সেগুলো ঠিক ভাবে ব্যবহার না করে পৌরসভা থেকে বারে বারে স্টপ নব লাগালেও কোন লাভ হবে না। আর আমাদের দৈনন্দিন জীবনে জলের ব্যবহারের মধ্য দিয়ে যাতে জলের অপচয় কমানো যায়।

    এছাড়াও বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয়া ‘জল ধরো জল ভরো’ প্রকল্প নিয়ে বেশ কিছু মূল্যবান তথ্য তুলে ধরেন।