গোরু পাচার মামলা: আসানসোল থেকে দিল্লিতে সরল মামলা রাজ্য 6 September 2023 by নতুন গতি দেবজিৎ মুখার্জি, আসানসোল: গোরু পাচার মামলায় আরো অস্বস্তিতে অনুব্রত মন্ডল। অবশেষে বুধবার ইডির আবেদন মঞ্জুর করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আসানসোল থেকে দিল্লিতে সরল মামলা। ইডির সওয়ালে সন্তুষ্ট হয়ে মামলা স্থানান্তরের নির্দেশ দেয় আদালত। এর আগের দু’দিন শুনানিতে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইডিকে।