|
---|
সেখ সামসুদ্দিন : ৬ সেপ্টেম্বর, জেলা ক্রিয়া প্রসারের বিশেষ কৃতিত্বের জন্য পূর্ব বর্ধমান জেলার ৫ জন ক্রীড়া প্রশিক্ষককে “জেলা ক্রীড়া গুরু” সম্মানে সম্মানিত করলেন পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সম্পাদক সমর দাস বলেন আমরা ক্রিয়া প্রসারের বিশেষ কৃতিত্বের জন্য অ্যাথলেটিক্স প্রশিক্ষণ অজয় কুমার মন্ডল ভলিবল প্রশিক্ষক কিশোর কুমার মালাকার ও ব্যাডমিন্টন প্রশিক্ষক তপন চক্রবর্তী ও জেলা এন আই এস ব্যাডমিন্টন প্রশিক্ষক সুহাস চন্দ্র নাথকে জেলা ক্রিয়া গুরু সম্মানে সম্মানিত করলাম। সমর দাস আরো বলেন জেলা ক্রীড়া প্রসারে যে সকল প্রশিক্ষকরা দিনরাত পরিশ্রম করছেন আগামী দিনে তাদেরকেও আমরা সম্মান জানাবো।