|
---|
সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের শ্যামলাল সার্বজনীন দূর্গোৎসব কমিটির পূজা এবার ৭৫ বছরে পড়ল। ঐতিহ্যবাহী এই পূজা প্যান্ডেলের উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন ও পশুপালন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, উপস্থিত ছিলেন জেলার এসপি ভাষ্কর মুখার্জি, বর্ধমান পৌরসভার প্রাক্তন পারিষদ খোকন দাশ, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী, সুশান্ত প্রামাণিক, প্রাক্তন কাউন্সিলর। প্রামাণিক প্রমুখ। মন্ত্রী স্বপন দেবনাথ পূজোর দিন গুলিতে মানুষকে আনন্দে কাটানোর এবং আইন শৃঙ্খলা রক্ষা ও পারস্পরিক সদ্ভাব বজায় রাখার আহ্বান জানান। বর্ধমানের রবিনহুড নামে আখ্যায়িত খোকন দাশ দেশের বর্তমান সামাজিক সম্পর্কের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে মানুষকে সতর্ক থাকার আবেদন জানান। কোনো রকম প্ররোচনা র ফাঁদে পা না দিতে অনুরোধ করেন। জনপ্রিয় সমাজ দরদী কাঞ্চন কাজী বলেন, সম্প্রীতির উৎসব দূর্গাপূজা। তিনি বলেন, আমরা ছোটবেলা থেকেই এই আনন্দ উৎসবে সামিল হয়ে আসছি। এইভাবেই বড় হয়েছি। কাঞ্চন কাজী বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম নিজের নিজের, উৎসব সবার। এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য। আনন্দের উদ্বোধনী অনুষ্ঠানে উৎসাহী মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে প্রাঙ্গণ।