|
---|
সানওয়ার হোসেন, শ্রীরাম পূর :স্বামীর সঙ্গে ঝগড়া করে এক কড়াই গরম তেল ডেলে স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টা করল স্ত্রী,আশঙ্কা জনক অবস্থায় স্বামী ভর্তি মেডিকেল কলেজে।
শেওড়াফুলি গড়বাগান এলাকার বাসিন্দা অমিত সাহাকে আজ ভোর রাতে স্ত্রী লিপিকা তার গায়ে গরম তেল ঢেলে দেয় বলে অভিযোগ।শরীরের অধিকাংশ পুড়ে যায় গরম তেলে।তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল পরে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।ঘটনায় অমিত সাহার বোন প্রিয়াঙ্কা পাল শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সতের বছর আগে বিয়ে হয়েছিল অমিত আর লিপিকার।স্ত্রীকে সন্দেহ করত অমিত এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া ঝাঁটি লেগেই থাকত।অমিতের লুচি পুরি বিক্রির দোকান রয়েছে।গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়।তার পরই অমিত ঘুমিয়ে পড়লে লিপিকা তেল গড়ম করে তার গায়ে ঢেলে দেয়।ঘটনার বিবরন দিয়েছে অমিতের কিশোর ছেলে।লিপিকাকে আটক করেছে পুলিশ।