|
---|
নদীয়া, শান্তিপুর: শান্তিপুর পৌরসভার মূল প্রবেশদ্বারে শান্তিপুরের জননেতা প্রয়াত অজয় দের আবক্ষ মূর্তি স্থাপন। বৃহস্পতিবার সন্ধ্যাকালীন শান্তিপুর পৌরসভার মূল প্রবেশদ্বারে আনুষ্ঠানিকভাবে শান্তিপুরের জননেতা প্রয়াত অজয় দের আবক্ষ মূর্তি স্থাপন করা হলো। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ, সহকারি প্রশাশক শুভজিৎ দে সহ বিশিষ্টজনেরা। পাশাপাশি নদীয়া জেলার একাধিক তৃণমূল নেতৃত্বও উপস্থিত ছিলেন।
প্রয়াত অজয় দের আবক্ষ মূর্তি স্থাপনের শেষে তার মূর্তিতে মাল্যদান করলেন জেলার তৃণমূল নেতৃত্ব সহ বিধায়ক কিশোর গোস্বামী ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। জানা যায় শান্তিপুরের জননেতা প্রয়াত অজয় দে বর্ষিয়ান তৃণমূল নেতা। তিনি তার রাজনৈতিক জীবনে অনেক বাধা অতিক্রম করে নিষ্ঠার সাথে রাজনীতি করেছেন, পাশাপাশি দীর্ঘ কয়েক বছর ধরে শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক ছিলেন, এছাড়াও 5 বারের বিধায়ক ছিলেন তিনি। যদিও তার রাজনৈতিক জীবনের শেষের দিকে বিধায়ক পদপ্রার্থী হয়ে দুবার পরাজিত হন তিনি, তবুও শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসকের পদ সামলেছেন নিষ্ঠার সাথে। বর্ষিয়ান নেতা অজয় দের মৃত্যুর পরে শান্তিপুরের রাজনীতিতে বড়োসড়ো নক্ষত্র পতন হয়। গতকাল সন্ধ্যায় শান্তিপুর পৌরসভার মূল প্রবেশদ্বারে তার আবক্ষ মূর্তি স্থাপন করা হলো।