|
---|
নদীয়া: মোবাইলের ডাটা প্যাকের দাম এবং স্কুল খোলার দাবিতে বিক্ষোভ । নদীয়ার কৃষ্ণনগরে এসএফআইয়ের পক্ষ থেকে একগুচ্ছ দাবি দাবা নিয়ে পথে নামলেন মূলত তাদের দাবি । অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে স্কুল-কলেজে খুলতে হবে। এবং মোবাইলের ডেটাপ্যাকের লাগামছাড়া খরচ রোধ করতে হবে। ও সকল ছাত্রের এক শিক্ষাবর্ষের ফি মুকুব করতে হবে।
এই সমস্ত দাবি সামনে রেখে কৃষ্ণনগর মহকুমা দপ্তরের এসডিও অফিসের সামনে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এসএফআইয়ের পক্ষ থেকে ।