|
---|
নিজস্ব সংবাদদাতা : দোকানে আসা ক্রেতাদের পরিমাপে কম দিচ্ছেন বিক্রেতা? তাহলে বিক্রেতাদের মহাবিপদ। এখনই সাবধান হয়ে যেতে হবে। বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে চষে বেড়ালেন উপভোক্তা বিষয়ক দফতরের অধীন পরিমাপ দফতরের আধিকারিকেরা।
বেলদাতে দৈনিক বাজার বসে। মাছ থেকে আনাজ। এই বাজারে বাজার করার সময় এক ক্রেতাকে পরিমাপে কম দিয়েছেন এক ব্যবসায়ী। এমন অভিযোগ পায় সংশ্লিষ্ট দফতর। এরপরই ওই ব্যক্তি ‘দিদিকে বলো’ প্রকল্পে ফোন করে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে উপভোক্তা বিষয়ক বিভাগের অধীন পরিমাপ দফতরের আধিকারিকেরা বেলদা থানার পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে বেলদার ডেলি মার্কেটে সবজি, মাছ ও মাংস দোকানে অভিযান চালায়। পাশাপাশি পরিমাপের যন্ত্র, দাড়িপাল্লা, বাটখারার পরিমাপ ঠিক আছে কিনা তা খতিয়ে দেখেন। ওজনের গরমিলও পান তাঁরা। একাধিক পরিমাপ যন্ত্র বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা।দফতর সূত্রে খবর বেলদার ডেলি মার্কেট থেকে মাছ বিক্রির সময় বেশ কয়েকজন বিক্রেতা মাছ ওজনের সময় ওজনে কম দেন। শুধু তা-ই নয়, এর প্রতিবাদ করাতে ক্রেতাদের সঙ্গে নাকি অভব্য আচরণ করেন কতিপয় ব্যবসায়ী। তাই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ করতে দেখা যায় আধিকারিকদের।পরবর্তীতে এই অভিযান চলবে বলেও জানিয়েছে পরিমাপ দফতর। যদিও বিক্রেতাদের বক্তব্য, তাঁরা সঠিক ওজনে সামগ্রী বিক্রি করছেন। নিয়মিত বাটখারা বা দাড়িপাল্লা খতিয়ে দেখেন তাঁরা। তারপরেই ব্যবসার কাজে ব্যবহার করেন।