|
---|
নিজস্ব প্রতিনিধি : সোমবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনা মালদহ জেলার ইংরেজবাজার থানার বাইপাস সংলগ্ন পাঠানটুলি। বাইপাসের ধারে একটি জলাশয় থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০। তবে তার নাম-পরিচয় কিছু জানা যায়নি। খুন না আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যায় সোমবার সকালে বাইপাসের ধারে কচুরীপানা ভর্তি এক ডোবার মধ্যে মৃতদেহটি দেখতে পায় এলাকার মানুষ।পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ জল থেকে তুলে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।