|
---|
সংবাদদাতা : লক ডাউনের মধ্যে ভয়াবহ আগুন থেকে রক্ষা পেল একটি পরিবার। যদিও গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনায় জখম হয়েছেন গৃহবধূ জিরাতুন বিবি । আগুন লাগার খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন । জানা যায়, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। যদিও তৎপরতার সাথে আগুন নেভানো হয় । জ্বলে যায় টাটির দেওয়াল । ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জোহর্দি টোলা গ্রামে রাজ্জাক আলির বাড়ি। গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জাকির হোসেন ছুটে যান এবং তিনি গৃহবধূর চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরিবারের হাতে 1000 টাকা তুলে দেন । তিনি জানান, অল্পের জন্য বড় ধরনের আগুন থেকে রক্ষা পেয়েছে ।