বিএসএফের জালে আটক ছয়, অবৈধভাবে গরু পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, মালদা ২৬ আগস্ট ঃ রবিবার ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মালদা বৈষ্ণবনগর থেকে অবৈধভাবে ছয় জন গরু পাচারকারীকে আটক করল ৭৮ নম্বর বিএসএফ বাহিনীর জওয়ানেরা। ধৃতদের মধ্যে দুই জন বাংলাদেশি ও চার জন ভারতীয় রয়েছেন। ধৃতরা মধ্যে ভারতীয়রা হলেন-(১) সাইফুদ্দিন শেখ (৪৫)(২) হাজিকুল শেখ (২২) (৩)আলিনজের শেখ(২১)(৪) তন্ময় মন্ডল (১৮) এবং
বাংলাদেশিরা হলেন- (৫)মহম্মদ মোকিন (১৮) (৬)মোঃ মোমিন (২৩) ধৃতদের কাছ থেকে চারটি গরু উদ্ধার হয়েছে। ধৃতদের এই দিন রাতেই মালদা বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেন ৭৮ নম্বর বিএসএফ বাহিনীর জওয়ানেরা। বর্তমানে ধৃতরা রয়েছেন মালদা বৈষ্ণবনগর থানায়। ধৃতদের আগামীকাল সোমবার মালদা জেলা আদালতে তোলা হবে।