|
---|
শরীফুল ইসলাম। নতুন গতি
সুপ্রিম কোর্টের নির্দেশে নিরপেক্ষ ও ঠান্ডা পরিবেশে শিলং-এ রীতিমতো কড়া পাহারায় দফায় দফায় চলে সারদাকাণ্ডে সিপি রাজীব কুমারকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ।
শান্ত পরিবেশে সিবিআইয়ের দুধে অফিসারদের সাজিয়ে রাখা চোখা চোখা প্রায় প্রশ্নের উত্তর দিয়েছেন রাজীব কুমার। সারদা কাণ্ডে এখনো পর্যন্ত ভেঙে পড়া বা অনভিপ্রেত তেমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনটি পর্বে সিবিআই কর্তারা রাজীব কে জেরা করেন। শুরুতে চা-পান এবং মাঝে মধ্যাহ্ন ভোজের জন্য কিছুটা বিরতি।
উল্লেখ্য, ৪ তারিখ রবিবার সিবিআই চল্লিশ সদস্যের একটি টিম নিয়ে অতর্কিতে রাজীব কুমারের সরকারি আবাসনে হাজির হন। সারদা সংক্রান্ত কিছু প্রশ্নের জিজ্ঞাসাবাদ সাক্ষাতের বিষয় ছিল বলে দাবি করলেও তার সমর্থনে জোরালো প্রমান না থাকায় কলকাতা পুলিশ সিবিআই কে বাঁধা দেন। দাবি -পাল্টা দাবি নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াই।
শেষমেশ প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নির্দেশই
এই জিজ্ঞাসাবাদ পর্ব।
আজ, জিজ্ঞাসাবাদ চালানোর জন্য সিবিআই কর্তৃপক্ষ একটি বিশেষ টিম নিযুক্ত করে। ওই টিমে বাছাই করা সিবিআইয়ের দশ জন আধিকারিক আট ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালান। এদিকে পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী বিশ্বজিৎ দেব। তবে , তাঁকে প্রশ্নোত্তর পর্বে আলাদা করে দেওয়া হয়।
সূত্রে খবর, তৃণমূলের প্রাক্তন সাংসদ
কুনাল ঘোষ কেও ডেকে পাঠিয়েছে সিবিআই। সারদাসংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশ কমিশনার ও প্রাক্তন সাংসদ কে মুখোমুখি বসানো হতে পারে।
আর মাস দুয়েকের মধ্য সাধারণ নির্বাচন।রোববার থেকে সিবিআই-রাজ্য পুলিশ কাণ্ডের জেরে উত্তপ্ত কেন্দ্র-রাজ্য সম্পর্ক শেষ পর্যন্ত কতটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করে তা দেখার জন্য সবার চোখ এখন ঠান্ডা শিলং-এ আটকে গেছে।