কৃষ্টি সংসদের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর শহরের মীরবাজারের নিজস্ব ভবনে উদযাপিত হলো ভারতীয় গণনাট্য সংঘের “কৃষ্টি সংসদ” শাখার ৬৮ তম প্রতিষ্ঠা দিবস। ৬৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারা বজায় রেখেই অতীতের সাথে বর্তমানের মেলবন্ধনে এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত থাকলেন শাখার সদস্য-সদস্যারা ছাড়াও শহরের বিশিষ্ট মানুষ জন।

    গণনাট্য সংঘের পতাকা উত্তোলনের পাশাপাশি সবাইকে স্বাগত জানান শাখার সভানেত্রী স্বপ্না ব্যানার্জী। সংঘ সংগীতের মাধ্যমেই শুরু হয় এদিনের অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানের প্রেক্ষিত সকলের কাছে তুলে ধরেন শাখা সম্পাদক রবি শংকর বসু। গণনাট্য সংঘে যুক্ত হওয়ার আগে কৃষ্টি সংসদের থিম সং প্রয়াত বাসুদেব দাশগুপ্ত’র কথা ও সুরে “ জাগো অমানীশা শেষে” গানটি পরিবেশন করেন কৃষ্টি সংসদের শিল্পীরা। কৃষ্টি সংসদের আজীবন সদস্য দীপক সরকার শাখার সাথে তাঁর আত্মিক যোগের কথা স্মৃতিচারন করেন। সংগীত পরিবেশন করেন শহরের বিশিষ্ট সংগীত শিল্পী জয়ন্ত সাহা, সুনীল বেরা ও রথীন দাস। স্মৃতিচারণ করেন মেদিনীপুর বঙ্গরঙ্গ মঞ্চের ১৫০ বছর উদ্যাপন কমিটির পক্ষে বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব শ্রী দুলাল আঢ্য।

    অভিবক্ত জেলায় গণনাট্য সংঘ গড়ে তোলায় কৃষ্টি সংসদের ভুমিকা আলোচনা করেন গণনাট্য সংঘের জেলা সভাপতি রামকৃষ্ণ সরকার ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জয়ন্ত চক্রবর্তী।কৃষ্টি সংসদের যাত্রা, নাটক ও গণসংগীতের ইতিহাস নিয়ে আলোচনা করেন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য নেতৃত্ব বিমল গুড়িয়া।নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন বর্তমান শাখার অভিভাবক সমর চৌধুরী।সংগীত পরিবেশন করেন, সৌমালিকা দেব, ঝুমা দেব, সঞ্জয় পান, সংহতি সেনগুপ্ত, স্বপ্না ব্যানার্জী ও মৈথীলি ব্যানার্জী। আবৃত্তি পরিবেশন করেন দীপান্বিতা ব্যানার্জী, মৈথীলি ব্যানার্জী, অমর কৃষ্ণ দাস, নিশীথ দে, সুজাতা চক্রবর্তী, বিশ্বজিৎ কুণ্ডু ও মোম চক্রবর্তী। নৃত্য পরিবেশন করেন বর্ষণা মজুমদার, অভিনন্দা মজুমদার ও সহেলী বেরার নেতৃত্বে ‘তালম’ এর শিল্পীরা। সবশেষে পরিবেশিত হয় কৃষ্টি সংসদের শিল্পীদের পরিবেশন এবারের জন্মদিনেকে সামনে রেখে গীতি আলেক্ষ-‘খোঁজ’। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে এদিনের সন্ধ্যা এক আলাদা অনুভুতির সৃষ্টি করেছে। এদিনের অনুষ্ঠানে যন্ত্রসংগীত ও কারিগরি সহযোগিতা করেন প্রদীপ সাহা ও মিঠুন আচার্য্য প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধবী পাল।