অধিকার আদায়ের জন্য সংগঠিত হতে হবে : কামরুজ্জামান*

নিজস্ব সংবাদদাতা : অধিকার আদায়ের জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানালেন সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল ও সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। শনিবার মেদিনীপুর টাউনে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কনভেনশনে মোহাম্মদ কামরুজ্জামান বলেন সমাজের অবহেলিত মানুষগুলিকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন সংখ্যালঘু উন্নয়নে সরকারের যেটুকু প্রকল্প বরাদ্দ থাকে সেগুলিও যথাযথ স্থানে কার্যকরী হয় না। তাই ব্লক স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে হবে। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে কনভেনশনে প্রতিনিধিরা এসেছিলেন। কনভেনশনে মাওলানা সৈয়দ আবু তোরাব, আইনজীবী শেখ মুজিবুর রহমান, মাওলানা শেখ আবু মুসা, সংগঠনের জেলা সভাপতি মোস্তাক আহমেদ, জেলা সম্পাদক শেখ মোহাম্মদ ইব্রাহিম প্রমূখ বক্তব্য রাখেন। সংরক্ষণের যথাযথ ভাবে কার্যকর করা, ওয়াকফ সম্পত্তির সংরক্ষণ, মাদ্রাসার শূন্য পদে শিক্ষক নিয়োগ, অর্গানাইজিং মাদ্রাসাগুলির সরকারি অনুমোদন সহ বিভিন্ন দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ব্লক প্রশাসনের কাছে দাবি পত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্লক ভিত্তিক সদস্য সংগ্রহ ও সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।