|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে গোটা পশ্চিম মেদিনীপুর জেলাকৈ গর্বিত করলো মেদিনীপুরের উদীয়মান ক্রীড়াবিদ অনুষ্কা গুপ্ত। সম্প্রতি মধ্যপ্রদেশের ভূপালে অনুষ্ঠিত ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে মেদিনীপুর শহরের যোগ প্রশিক্ষণ কেন্দ্র “আনিশা স্কুল ফর যোগ কালচার”-এর ছাত্রী অনুষ্কা গুপ্ত প্রথম স্থান লাভ করে স্বর্ণপদক লাভ করেছে। অনুষ্কার এই সাফল্যে খুশি ওর প্রশিক্ষক আলোক কুমার পাল সহ গোটা মেদিনীপুরের ক্রীড়া জগৎ।
অনুষ্কা মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের দশম শ্রেণীর ছাত্রী।খুশি বিদ্যালয়ের প্রিন্সিপাল সহ গোটা স্কুল। বৃহস্পতিবার রাতে মেদিনীপুরে ফিরছে অনুষ্কা। শুক্রবার বিকেলে এক ঘরোয়া অনুষ্ঠানে “আনিশা স্কুল ফর যোগ কালাচার” এর পক্ষ থেকে অনুষ্কাকে সংবর্ধনা জানানো হয়। পুষ্পস্তবক দিয়ে অনুষ্কাকে সংবর্ধনা জানানো হয়।ছিল মিষ্টি মুখের আয়োজনও।উপস্থিত ছিলেন আলোক কুমার পাল, শান্তি রঞ্জন পাল, অরিজিৎ সাউ অন্যান্য বিশিষ্ট জনেরা। উল্লেখ্য এনসিইআরটির পরিচালনায় মধ্যপ্রদেশের ভূপালের আর, ই, ইন্সটিটিউশনে গত ১৮-২০ জুন ন্যশনাল যোগা অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দেওয়ার যোগ্যতা অর্জনের জন্য প্রথমে জোনাল, তারপর প্রি- ন্যাশনালে প্রথম স্থানাধিকারী চার জনের দল বিভিন্ন বোর্ড এবং রাজ্য র অংশগ্রহণ করে। সি,আই, এস,সি ,ই বোর্ড থেকে অনুষ্কা গুপ্ত ওয়েস্ট বেঙ্গল ও নর্থ ইস্ট জোন থেকে প্রথম হওয়ার সুবাদে এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পায় এবং স্বর্ণপদক লাভ করে।