কেশপুরে আবাস যোজনার তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধিদল

নিজস্ব সংবাদদাতা :বুধবারের পর বৃহস্পতিবারও ফের বিক্ষোভের মুখে কেন্দ্রের প্রতিনিধি দলের সদস্যরা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য এদিন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুকুন্দপুরে আবাস যোজনার তদন্ত করতে গিয়েছিলেন।গাড়ি থেকে নামার পর গ্রামবাসীদের একাংশ রাস্তায় গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। এদিন গ্রামবাসীদের দাবি- গরীব এলাকা; সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত। তালিকা দেখে নয়, প্রতি বাড়ি বাড়ি খতিয়ে দেখুক কেন্দ্রীয় প্রতিনিধি দল। উত্তেজিত গ্রামবাসীদের সামাল দেয় কেশপুর থানার পুলিশ। এ প্রসঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন, কেন্দ্রীয় প্রকল্পের পরিষেবা না পেয়ে গ্রামবাসীদের অনেক ক্ষোভ জমে রয়েছে । ১০০ দিনের কাজের টাকা সহ বিভিন্ন সমস্যা রয়েছে। তাই তাদের এই ক্ষোভ দেখানো সঙ্গত কারণে।”

    প্রসঙ্গত, আবাস যোজনার তদন্ত করতে বুধবারে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের 2 সদস্য। জেলাশাসকের দপ্তরে বৈঠকের পর আবাস যোজনার তালিকা খতিয়ে দেখতে খড়গপুর গ্রামীণ এলাকায় তদন্ত করতে গিয়েছিলেন ওই দিন। জনার্দনপুর এলাকাতে বিক্ষোভের মুখে পড়েছিলেন তারা। এরপর সেদিন আর বেশি তদন্ত করতে পারেননি ওই এলাকায়।