করণা নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব চরমে, রাজ্যের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখলো কেন্দ্রের পাঠানো প্রতিনিধিদল

  • নতুন গতি নিউজ ডেস্ক : এ যেন শেষ হয়েও হল না শেষ। রাজ্যের করোনা পরিস্থিতি সরজমিনে দেখতে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের অসহযোগিতার আবহ ফের মাথাচাড়া দিয়ে উঠল। দুদিনের টানাপোড়েনের পর বৃহস্পতিবার রাজ্যের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার ও কলকাতার এমআর বাঙুরের কোভিড হাসপাতাল ঘুরে দেখেন কেন্দ্রীয় দল। এরপর বিকেলেই নবান্ন থেকে মুখ্যসচিব জানিয়ে দিয়েছিলেন, ‘আর নতুন করে আমাদের কিছু করার নেই। ফিল্ড ভিজিটেরও কোনও দরকার নেই। তবে, ওঁরা যদি এরপরেও থাকতে চান ছুটি কাটানোর জন্য সাতদিন কলকাতায় থেকে যেতে পারেন’। কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য সরকারকে যে তালিকা দিয়েছিল, সেই তালিকায় ছিল রাজ্যের বেশ কয়েকটি হটস্পট এলাকা, করোনা হাসপাতাল ও কয়েকটি বাজার৷ ফলে শুক্রবার সেই সমস্ত জায়গায় যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় প্রতিনিধি দলের। কিন্তু এদিন রাজ্যের তরফে কেউই কেন্দ্রীয় দলের সঙ্গে দেখা করতে যাননি। আদৌ কেউ যাবেন কি না, সেই বার্তাও পাঠানো হয়নি বলে জানা যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই বালিগঞ্জের গুরুসদয় রোডে বিএসএফের অতিথিশালার বাইরে মোতায়েন রয়েছে বিএসএফ পাইলট কার। তৈরি হয়েই বসে ছিলেন প্রতিনিধি দলের সদস্যরাও। কিন্তু বেলা একটা পর্যন্ত রাজ্যের কোনও প্রতিনিধি সেখানে যাননি। তবে ওই অতিথিশালার বাইরে এদিন সকাল থেকেই রয়েছে বালিগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। কিছুটা দূরে কলকাতা পুলিশের একটি পাইলট কারও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যের মুখ্যসচিবের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে, কেন্দ্রীয় দলকে আর কোথাও নিয়ে যেতে চাইছে না রাজ্য প্রশাসন। তিনি বৃহস্পতিবার পরিস্কার জানিয়ে দিয়েছিলেন, ‘আমাদের তরফে আর কিছু দেওয়ার নেই। আরও তথ্যের দরকার পড়লে ওঁরা ই-মেল করতে পারেন’। শুক্রবারই দেখা গেল কেন্দ্রীয় দলের জন্য কোনও ব্যবস্থাই নিল না রাজ্য সরকার। ফলে কেন্দ্র-রাজ্য সম্পর্কে জটিলতা বাড়তে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলে