|
---|
সুবিদ আলী মোল্লা, নতুন গতি : সারা বিশ্বে জাতিসংঘের শাখা সংগঠন ইউনেস্কো ঘোষিত ২৩শে এপ্রিল বিশ্ব বই দিবস পালিত হল। এই বিশেষ দিনকে উপলক্ষ করে ২৫শে এপ্রিল হাবড়ার শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে তিনজন সাহিত্যিক নারায়ণ সান্যাল, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সমরেশ বসুর সম্পর্কে আন্তঃ মহাবিদ্যালয় বক্তৃতা প্রতিযোগিতা আয়োজিত হয়। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পাঁচাটি কলেজ থেকে ১৫ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুরুর আগে বিশ্ব বই দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত চ্যাটার্জী, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি এবং আজকের প্রতিযোগিতার অন্যতম বিচারক শেখ কামাল উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপিকা পিয়ালী দে মৈত্র, শিক্ষক শাহজাহান মন্ডল, গ্ৰন্থাগারিক মানস রায়, শিবানন্দ মৃধা, আইকিএসি কোঅর্ডিনেটর অধ্যাপক পুলকেশ সেন, শ্রীচৈতন্য মহাবিদ্যালয় ও অন্যান্য কলেজ থেকে আগত অধ্যাপক-অধ্যাপিকা ও এই মহাবিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী।বিশিষ্ট সাহিত্যিকদের সম্পর্কে বক্তব্য প্রতিযোগিতায় প্রথম হয়েছে ডঃ বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তমা ঘোষ, দ্বিতীয় হয়েছে শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের রাধারানী পাল এবং যুগ্মভাবে তৃতীয় হয়েছে ড. বি. আর. আম্বেদকর মহাবিদ্যালয়ের অভিজিৎ বিশ্বাস ও নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের নীলকমল সরকার।আজকের অনুষ্ঠানে কোভিদ পূর্ব সময়ে সবথেকে বেশি বার যারা লাইব্রেরী ব্যবহার করেছেন সেই দুজন ছাত্রছাত্রী সালেমা খাতুন ও আকাশ রজক দাসকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এছাড়া অনুষ্ঠানের শুরুতে শিক্ষাবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে একটি দেওয়াল পত্রিকার আবরণ উন্মোচন করেন অধ্যক্ষ সুব্রত চ্যাটার্জী ও অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন।