জল সংরক্ষণ ও জলের অপচয় রোধে জন সচেতনতামূলক পদযাত্রা চাপড়াতে

আসিফ খান,নতুন গতি, নদীয়া : দক্ষিন – পশ্চিম ভারতে চলছে জলের সঙ্কট। পানীয় জল সংগ্রহের করতে মাইল ১০ – ১৫ দূর থেকে সংগ্রহ করতে হচ্ছে। কোন কোন জায়গাতে ৪০০ – ৫০০ টাকা এক লিটার পানীয় জলের দাম। মূলত ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে যাওয়ায় দেশের বিভিন্ন শহরে ইতিমধ্যে জলসংকট দেখা দিয়েছে। ভারতের অর্ধেক রাজ্যের ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে গেছে, তাই এই জল সঙ্কট।

    বাংলাতে জল সঙ্কটের প্রভাব পড়ার আগেই দিকে দিকে মানুষ তার প্রতিকারে নেমেছে। শুক্রবার নদীয়া জেলার সিএসসি ও ভিএলই সংস্থার উদ্যোগে পরিবেশ রক্ষার্থে জন সচেতনতার অঙ্গ হিসাবে জল সংরক্ষণ, জল অপচয় রোধ, ডেঙ্গু প্রতিরোধ, সেফ ড্রাইভ সেভ লাইফ ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

    এদিন পদযাত্রার মাধ্যমে জনগণের মধ্যে জন সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে নদীয়া জেলার এই দুই সংস্থার তত্ত্বাবধানে চাপড়া ব্লক ভিএলই কমিটির পরিচালনায় জল সংরক্ষণ, জল অপচয় রোধ ও বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়। এছাড়াও ডেঙ্গু সচেতনতার লক্ষ্যে লিফলেটও বিলি করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা সিএসসি আধিকারিক দেবজিৎ সরকার, নদীয়া জেলা ভিএলই সংস্থার আধিকারিক অরুপ মিত্র, রতন কর্মকার, মিঠুন শর্মা। এছাড়া চাপড়া ব্লক ভিএলই কমিটির তরফে উৎপল হালদার,আলিবুদ্দীন খান, রাফসান জানি তরফদার, সুমন ঘোষ, সারশত রায়, চিরণজিৎ পাল, সোমেন মালিতা, অনিক মালি ছাড়া আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    o