অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট’-এ রৌপ্য পদক জিতে নিল কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের সদস্য চার্লস

নতুন গতি নিউজ ডেস্ক। ১৬ থেকে ২০ জুলাই, এই বছরের ‘অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট’ অনুষ্ঠিত হয়ে গেল উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। গোটা দেশ থেকেই রাজ্য পুলিশের সমস্ত শাখা ও বিভাগের প্রতিনিধিরা ছাড়াও এই মিটে যোগ দিয়েছিলেন ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সশস্ত্র সীমা বল-এর প্রতিনিধিরাও।

    এই মিটের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন পুলিশ টিমের ডগ স্কোয়াডের মধ্যে প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ টিমের পক্ষ থেকে ৩২টি প্রশিক্ষিত কুকুর অংশ নিয়েছিল এই ইভেন্টে। সেখানেই কলকাতা পুলিশের ডগ স্কোয়াডকে প্রতিনিধিত্ব করেছিল চার্লস। এবং, আমাদের গর্বিত করে এই ইভেন্টে রৌপ্য পদক জিতে নিয়েছে সে।

    এই ইভেন্টে একাধিক পরীক্ষার মুখে পড়তে হয়েছে চার্লসকে। প্রথমেই প্রশিক্ষকের প্রতি তার আনুগত্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন মাননীয় বিচারকরা। অচেনা কারও দেওয়া খাবার নাকচ করা-সহ একাধিক পরীক্ষার পরে ছিল মাদক খুঁজে বের করার পরীক্ষা। বড় বড় বিল্ডিং, মালপত্র, গাড়ি এমনকি শরীরের ভিতরে লুকিয়ে রাখা মাদকও খুঁজে বের করতে হয়েছে তাকে। সমস্ত পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছে চার্লস। মোট ৪২৫ পয়েন্টের ভিতরে তার প্রাপ্য পয়েন্ট ৩৬৭।

    ল্যাবরাডর প্রজাতির চার্লস কলকাতা পুলিশের ডগ স্কোয়াড পরিবারে যোগ দেয় ২০১৫ সালের ৫ এপ্রিল। এরপর শুরু হয় প্রশিক্ষণ। কিছুদিনের মধ্যেই ডগ স্কোয়াডের অন্যতম দক্ষ সদস্যে পরিণত হয় চার্লস। এর মধ্যেই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সে খুঁজে বের করেছে ডিউটিরত অবস্থায়। অসামান্য দায়িত্ববোধ ও দক্ষতার পরিচয় দিয়ে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডকে গর্বিত করেছে বারবার। এবার ‘অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট’-এও নিজের জাত চেনালো আমাদের প্রিয় চার্লস।