চোখের জলে স্বদেশ কুমার রায়ের স্মরণ সভা

এম এস ইসলাম,বর্ধমান : চোখের জলে স্বদেশ কুমার রায়কে স্বরণ করলো সেহারাবাজার স্কুল । সেহারা বাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের সভাপতি স্বদেশ কুমার রায় এক মাস আগে ছয়ই নভেম্বর পরলোকগমন করেছেন। তিনি মৃত্যুর দিন পর্যন্ত এই স্বনামধন্য স্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। আজ স্কুলে তাকে স্মরণে রাখার জন্য এক অনুষ্ঠান সংগঠিত করে । এই অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন সভাপতি প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মুজাফফর আহমেদ, স্কুলের প্রাক্তন সভাপতি অর্ণবতা ,চন্দ্রশেখর দত্ত , কিরীটি সখা মিত্র ,রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন ,স্থানীয় উপপ্রধান সনৎ দে ,স্থানীয় রাধারানী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাগণ ,স্কুলের প্রাক্তন ছাত্র অনন্ত মন্ডল , সুভাষ মল্লিক সহ স্কুলের শিক্ষক ,শিক্ষা কর্মী ও ছাত্রছাত্রীরা । স্বদেশ কুমার রায়ের সুযোগ্য কন্যা অনিন্দিতা রায় ও উপস্থিত ছিলেন। এক আবেগঘন পরিবেশে স্বদেশ রায়ের স্মৃতি রোমন্থন করা হয়। তার কন্যা অনিন্দিতি রায় বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সমস্ত অতিথিরা তার দানশীলতা সমাজসেবার কথা তুলে ধরেন ।দক্ষ সংগঠক বিভিন্ন বিষয় অগাধ পান্ডিত্য তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল । সেহারা বাজার চন্দ্র কুমার ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক বলেন চাঁদের পাহাড়ের উপন্যাসের মতো তিনি মৃত্যুর পরও বেঁচে থাকবেন। স্কুলের গাছ ,মাটি ,বিল্ডিং সমস্ত কিছুই স্বদেশ বাবুর অস্তিত্ব প্রমাণ দেবে। প্রথমেই এক মিনিট নীরবতা পালন , স্বদেশ বাবুর ছবিতে মাল্যদান এবং স্বদেশ বাবুর কন্যার হাতে তার বাবার ছবি আঁকা স্মৃতি তুলে দেওয়া হয়। সেহারা বাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশন 75 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানের যিনি তিনি সর্বাত্মক কাজ শুরু করেছিলেন সেই কাজকে সফল করার সবাই আহ্বান জানান।