হোলিতে মাইক বাজানোকে কেন্দ্র করে গ্রামবাসীদের দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা

নিজস্ব প্রতিবেদক:- আজ হোলি (Holi 2022)। সারা দেশজুড়ে দোল উদযাপন হচ্ছে। তারইমাঝে হোলিতে মাইক বাজানোকে কেন্দ্র করে গ্রামবাসীদের দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা জানা গেল। আর এই সংঘর্ষে জখম হলেন সাত জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) সোনামুখী থানার রামচন্দ্রপুর গ্রামে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন সাতেক আগেও গ্রামবাসীদের দু পক্ষের মধ্যে একটা কোনও কারণবশত সমস্যা তৈরি হয়েছিল। দু পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। সেই ঘটনা তখনকার মতো মিটে গেলেও উভয় পক্ষই একে অপরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এদিন হোলি (Holi 2022) উপলক্ষে গ্রামের দুপক্ষ আলাদা আলাদা গান মাইকে বাজাচ্ছিল। তার সঙ্গে চলছিল উদ্দাম নৃত্য। অভিযোগ উঠেছে যে, সেই সময় আচমকাই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। আচমকা রড, লাঠি নিয়ে একে অপরকে মারধর করতে থাকে তারা। দুপক্ষের মারামারি থামাতে ঘটনাস্থলে আসেন অনেক মহিলা গ্রামবাসী। মারামারি থামাতে গিয়ে তাঁরাও আহত হন বলে জানা গিয়েছে। একাধিক মহিলা এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গ্রামবাসীদের মধ্যে মারামারি, হাতাহাতির খবর পৌঁছয় সোনামুখী থানার পুলিশের কাছে। দ্রুত তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষে আহজ সাতজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান হয়েছে। এর পাশাপাশি এই ঘটনায় জড়িত পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ঘটনাকে কেন্দ্র করে। এলাকায় তারপরই পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের কাছে ইতিমধ্যেই এক পক্ষ অন্য পক্ষের নামে অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে সোনামুখী থানার পুলিশ।