|
---|
জলপাইগুড়ি: সরকারি নিয়মকে বুড়ো আংগুল দেখিয়ে দিব্যি চলছে স্কুলের ক্লাস। আর এই ছবি সোমবার উঠে আসলো ।কোভিড বিধিকে তোয়াক্কা না করে ক্লাস রুমে ছাত্র ছাত্রীদের ভিড় লক্ষ করা গেল। সাংবাদিক পৌঁছাতেই ক্লাসরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কামারপাড়া বেসরকারি শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের এই দৃশ্য।শিক্ষক-শিক্ষিকারা সাফাই গাইলেও সেই ছবি কিন্তু উঠে আসলো আমাদের ক্যামেরায়। শিক্ষকরা বলছেন যে পরীক্ষা চলছে। তবে প্রাথমিক স্কুলের এখন কিভাবে পরীক্ষা হয় সেটা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। তবে ছাত্র-ছাত্রী অভিভাবক না বলছেন পরীক্ষা হচ্ছে। আর এনিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে স্কুল খোলা রয়েছে যেখানে সরকারি বিধি নিষেধ অনুযায়ী সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ।
ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি জেলার প্রাইমারি স্কুল কাউন্সিল চেয়ারম্যান লৈক্ষ্য মোহন রায় তড়িঘড়ি DI কে নির্দেশ দেন ঘটনা তদন্তের। উল্লেখ্য বেশ কয়েকদিন আগেই জলপাইগুড়ি বাহাদুর ঠুটাপাকরি এলাকায় সরকারি এবং বেসরকারি প্রাইমারি স্কুল খুলে পঠন-পাঠন চলছিল। আর এই খবর সম্প্রচার হওয়ার পরেই কিন্তু জেলা প্রশাসন নড়েচড়ে বসে এবং স্কুলের পঠন পাঠন বন্ধ হয়ে যায়। পাশাপাশি বাহাদুর ঠুটাপাকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছিল। তারপরও কিভাবে স্কুল খুলে পঠন-পাঠন হয় সেটা নিয়ে বিস্তর প্রশ্ন করতে শুরু হয়েছে জলপাইগুড়িতে।