|
---|
উত্তরবঙ্গ: সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ, উত্তরবঙ্গ সফরে গিয়ে, জনসংযোগে বেরিয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও উত্তরবঙ্গ সফরে গিয়ে মাঝেমধ্যে তিনি তাই করেন। এদিন ম্যাল, সিংমারি-সহ বিভিন্ন এলাকায় ঘোরেন পায়ে হেঁটে।
এদিন এক বৃদ্ধা মুখ্যমন্ত্রীকে নিজের সমস্যার কথা বলতে, তিনি সঙ্গে সঙ্গে জেলাশাসককে বৃদ্ধার চিকিৎসার নির্দেশ দেন। এছাড়াও পর্যটক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের কাছেও তিনি পৌঁছান তাদের সমস্যার কথা জানতে।