বিধানসভা অধিবেশনের শেষ দিনে বিজেপি ও তৃণমূলের জনপ্রতিনিধিদের হাতাহাতি! হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল বিধায়ককে; সাসপেন্ড হয় পাঁচ বিজেপি বিধায়ক

কলকাতা: সোমবার বিধানসভা অধিবেশনের শেষ দিনে বিজেপি ও তৃণমূলের জনপ্রতিনিধিদের মধ্যে হয় হাতাহাতি।

    জানা যায়, এদিন অধিবেশনের শুরুতে, অধিবেশনের কাজে সমস্যা তৈরি করার জন্য, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়েন বিজেপি বিধায়করা। এরপর ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বগটুই কাণ্ডে সিট গঠন ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি বিধায়করা বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরই তৃণমূল বিধায়কদের সঙ্গে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। চলে মারধর।

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি গেরুয়া শিবিরের ১০ বিধায়ক আহত হয়েছেন। অন্যদিকে, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যাওয়ায় এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাঁকে।

    এই ঘটনার পর শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, নরহরি মাহাত. দীপক বর্মন ও শংকর ঘোষ- পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার।