|
---|
মহঃ ইউশা আব্বাসী,নতুন গতি :
১২ ডিসেম্বর রানি রাসমনি রোডে কংগ্রেসের সমাবেসের লক্ষ্যে কর্মিসভা করল হাওড়ার জগৎবল্লভপুর ব্লক কংগ্রেস। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি শাদাব খান, হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি কাজী আব্দুল রেজ্জাক সাহেব, রাজ্য যুব কংগ্রেসের অন্যতম সম্পাদক মহঃ ইউশা আব্বাসী, সেখ হাবিবুর রহমান, ব্লক কংগ্রেসের সভাপতি সমর কুমার হাজরা, কেসব ঘোস প্রমুখ। এই দিন তৃনমূল কংগ্রেস নেতা সিরাজুল ইসলামের নেতৃত্বে বেশকিছু তৃনমূল কর্মি কংগ্রেসে যোগদান করল।