|
---|
বাবু হক, নতুন গতি : হাওড়া জেলার আমতা থানার রসপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ৭ দিনের মেলা আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী দামোদর মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় ব্যবস্হাপন ও অসামরিক প্রতিরক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান, উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও হাওড়া জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্র পাল, হাওড়া জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের সহঃ অধিকর্তা ধীরাজ কুমার দে, আমতা ১ নং ব্লকের বিডিও লোকনাথ সরকার, রসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু কুমার দাস, রসপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়ন্ত পল্ল্যে সহ আরো অনেকে। জাতীয় পতাকা উত্তোলন, মেলার গেটের ফেতে কাটা ও ২৭ টি মোমবাতি জ্বালিয়ে মেলা মঞ্চের ও মেলার পত্রিকা প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান তিনি বলেন মেলা মহান মিলন মেলা ,এরা ১৯৯২ সালের এক বিশেষ স্মরণীয় মূহুর্তে আজকের দিনে শুরু করেছিল দেখতে দেখতে ২৭ বছর পদার্পণ করতে চলেছে এটা ভাবার ও ভালোবাসার বিষয় আমি গত বছর থেকে আসছি এখন কার বন্যা পরিস্থিতি আমার জানা কথা দিলে কথা রাখতে হয় আমাদের মা মাটি মানুষের জননেত্রী, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ময়ী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের ও দশের জন্য দিবারাত্রি নিবেদিত প্রাণ আমারা তার সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি আমি এই মেলার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি সকলে মিলে মিশে একাকার হয়ে সুমহান আদর্শের ভিত্তিতে আমাদের সাথে থাকুন সবসময় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।৩১ টি স্টল হয়েছে উলুবেড়িয়া মহকুমা এলাকার আমতা ১_২, উদয়নারায়ণপুর,বাগনান ১_২, উলুবেড়িয়া ১_২,শ্যামপুর ১_২, ৯ টা ব্লকের শতাব্দী প্রাচীন উচ্চ বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়েছে পত্রিকায় ও স্টলের নাম করণ করা হয়েছে, মূল তোরণ ও মঞ্চের নাম করণ করা হয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ সমাজকর্মী শংকর প্রসাদ গোলুই ও আমার গ্রাম আমার বিদ্যালয়। অগ্রগতির মেলানুষ্ঠান পর্যায়ক্রমে পরিচালনা করেন উৎপল দলুই, সম্পাদক তপন মণ্ডল, মুস্তাক আলী মণ্ডল ও অতনু মণ্ডল প্রমুখ। মেলায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাজারো বিকিকিনির সম্ভার খেলনা দোলনা খাবার খেতে শিক্ষা ও সংস্কৃতি সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে উপভোগ করতে লাখো মানুষের ঢল নামবে।