|
---|
মহঃ মফিজুর রহমান, নতুন গতি : পৌরসভা নির্বাচনে গোটা রাজ্যে নির্বাচনী সন্ত্রাস সহ বুথ দখলের অভিযোগ তুলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হল জাতীয় কংগ্রেস । আজ জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে দুর্গাপুরে একটি মৌন ধিক্কার মিছিলের আয়োজন করা হয় ।
মিছিল দুর্গাপুরের গান্ধী মোড় সার্কাস ময়দান থেকে শুরু হয়ে সিটি সেন্টার বাসষ্ট্যান্ড পর্যন্ত যায় । এই প্রতিবাদ মিছিল থেকে শাসক দলের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী । কয়েকশো কংগ্রেস কর্মী সমর্থক আজ এই ধিক্কার প্রতিবাদ মিছিলে পা মেলান ।