হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে পালিত হলো জাতীয় বিজ্ঞান দিবস 

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : সাপে কাটা রোগীকে ওঝা সারিয়ে তোলে, নাকি আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসায় তাকে সারিয়ে তোলা হয় ! অনেক সময় নির্বিষ সাপের কামড়ের ফলে রোগী বেঁচে যায় আর কেরামতি পায় ওঝা। তাই গ্রামবাংলায় এখনো হাসপাতালে যাওয়ার থেকে ওঝার কাছে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে ‛জাতীয় বিজ্ঞান দিবস’ পালনের এক অনুষ্ঠানে একথা বলেন ওই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন।

    এদিন মহাবিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের উদ‍্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন ‛প্রিজম কলকাতার সহযোগিতায় জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। শুরুতে সি.ভি.রমনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন। গোবরডাঙ্গার ‛নিবেদিতা শিশু তীর্থ’ সহ একাধিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হরিপদ দে-র প্রয়াণ দিবসে ‛প্রিজম কলকাতা’ সপ্তাহব্যাপী উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালিসহ বিভিন্ন এলাকায় গ্রামীণ মানুষের মূলত ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বাড়িয়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ বলে জানান সংগঠনের চেয়ারম্যান অনিরুদ্ধ দে। তিনি দিনটির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন।

    এদিন বিশ্ব উষ্ণায়নের ফলে কিভাবে বরফ গলে বিভিন্ন এলাকাকে ভবিষ্যতে সমুদ্র গর্ভে বিলীন করে দিতে পারে সেই সম্পর্কে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম ভড়, অতনু দে, মহঃ গোলাম মুর্তজা প্রমুখ।