লাভ জিহাদ নিয়ে বিতর্কিত মন্তব্য যোগী আদিত্যনাথের, পাল্টা জবাব দিলেন আলাউদ্দিন ওয়াইসি

নতুন গতি ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কথিত লাভ জিহাদের বিরুদ্ধে আইন করার কথা বলায় এবং ওই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করায় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, মুখ্যমন্ত্রীর সংবিধান সম্পর্কে কোনও ধারণা নেই। পূর্ব উত্তরপ্রদেশের জৌনপুরে উপনির্বাচন উপলক্ষে গত শনিবার এক সমাবেশে যোগী আদিত্যনাথ বলেন, তাঁর সরকার ‘লাভ জিহাদ’ বন্ধে কঠোর ও কার্যকর আইন তৈরি করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা ছদ্মবেশে, লুকিয়ে, নাম গোপন করে, পরিচিতি গোপন করে বোনকন্যাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, তারা সংশোধন না হলে এবার ‘রাম নাম সত্য হ্যায়’ যাত্রা বেরোতে চলেছে।’

     

     

     

    মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এভাবে নির্বাচনী সমাবেশে কথিত ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে হিন্দুদের শবযাত্রার সময়ে ব্যবহৃত ধ্বনি ব্যবহার করে হুঁশিয়ারি দেন। ভারতে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মত বিভিন্ন রাজ্যে হিন্দুদের লাশ শ্মশানে নিয়ে যাওয়ার সময়ে ‘রাম নাম সত্য হ্যায়’ ধ্বনি দেওয়া হয়। কোনও মুসলিম যুবক যদি কোনও হিন্দু মেয়েকে বিয়ে করে, তবে তাকে ‘লাভ জিহাদ’ বলে মনে করে ময়দান উত্তপ্ত করে থাকেন উগ্র হিন্দুত্ববাদীরা। বিহারে বিধানসভা নির্বাচন উপলক্ষে রবিবার এক নির্বাচনী সমাবেশে কথিত ‘লাভ জিহাদ’ ইস্যুতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করে ‘মিম’ প্রধান ব্যাসিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি বলেন, ‘সংবিধানের ২১ অনুচ্ছেদে কী বলা হয়েছে, যোগী আদিত্যনাথ তা পড়‍ুন এবং পড়ে দেশবাসীকে জানান। বিজেপি- আরএসএস দেশের মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দিচ্ছে। বিজেপি-আরএসএস পরিকল্পিতভাবে মুসলিমদের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই থাকে। যাতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দেয়।’