|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বাবা দ্বিতীয় বিয়ে করায় সম্পত্তির ভাগ কম পায় বড় ছেলে। রাগে বাবার পেটে ভুজালি ঢুকিয়ে খুন করার চেষ্টা চলানোর অভিযোগ তার বিরুদ্ধে। দু’বার তাঁকে আঘাত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যালে ভর্তি করা হলে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বড় ছেলে। পুলিশ তাকে খুঁজছে। চাঞ্চল্যকর ঘটনাটি হবিবপুর থানার রাইসমিল এলাকার। পুলিশ জানিয়েছে মৃত বাবার নাম সুনীল সাহা(৬০)। হবিবপুর থানার সোলাডাঙ্গার ইংলিশ কলোনিতে বাড়ি তাঁর। অভিযুক্ত বড় ছেলের নাম দীপক সাহা। দীপক প্রথম পক্ষের সন্তান। জানা গেছে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর সুনীল দ্বিতীয় বিয়ে করেন। দীপক তখন খুব ছোট। সুনীলের দ্বিতীয় পক্ষের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। কিছুদিন আগে জমি ভাগাভাগি হলে দুই স্ত্রীর নামে ৫ কাঠা জমি ভাগ করা হয়। যদিও নিজের ভাগের জমি দীপক বিক্রি করে দিয়ে অন্যত্র গিয়ে থাকে। সুনীলের সঙ্গেই থাকে তার বাবা। তাঁরা একসঙ্গে রাইসমিল হাটে ছোট ব্যবসার কাজ করে থাকে। দ্বিতীয় পক্ষের মেয়ে রুমকি ঘোষ অভিযোগ করে বলেন, ‘গতকাল হাটে দাদা একটি ভুজালি কেনে। তারপর হাটের মধ্যেই বাবাকে দেখাতে নিয়ে আসে। ওই সময় আচমকা বাবার পেটে ভুজালি ঢুকিয়ে দেয়। ডান পাঁজরে পর পর দুবার কোপ মারে।’ প্রকাশ্যে হাটের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে পলাতক দীপক।