কার্তিক পুজো শেষে সমন্বয় বৈঠক

কার্তিক পুজো শেষে সমন্বয় বৈঠক

     

     

    রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ সোমবার হয়ে যাওয়া কার্তিক পুজো নিয়ে সমন্বয় বৈঠক। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, কাটোয়ার মহকুমা শাসক প্রশান্তরাজ শুক্লা ,মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার, কাটোয়ার বিধায়ক তথা পৌর প্রশাসক রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ কাটোয়া থানার আই.সি বিকাশ দত্ত । উপস্থিত সকলেই কোভিড-১৯ প্রোটোকল মেনে কার্তিক পুজো করার আহ্বান জানান পুজো কমিটির কর্মকর্তাদের। আপাতত এ বছর কাটোয়ায় কার্তিক লড়াই স্থগিত, হবে সিটিং পুজো ।সকলকে সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করার আবেদন জানালেন প্রশাসনিক কর্তারা।