|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: করোনা সংক্রমণ বৃদ্ধি রুখতে তৎপর দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন। সেজন্য রবিবার সমগ্র দক্ষিণ ২৪ পরগণা জুড়ে সচেতনতা শিবির, প্রচার সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়। বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলিতে চলছে লাগাতার প্রচার। বকখালি সি বিচে দক্ষিণ ২৪ পরগনা জেলা ম্যাসকট ‘বাঘু’ সকাল থেকে সচেতন করে পর্যটকদের। এছাড়াও বের করা হয় র্যালি। জেলার একাধিক জায়গায় জমায়েত যাতে না হয় সেজন্যও পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে বলে খবর। নতুন করে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ রুখতেই এই ব্যবস্থা বলে খবর।