করোনা আবহের মধ্যেই মিড ডে মিলের বরাদ্দ বাড়লো

করোনা আবহের মধ্যেই মিড ডে মিলের বরাদ্দ বাড়লো

    নতুন গতি নিউজ ডেস্ক, মেদিনীপুর :

    করোনা ত্রাস বিশ্ব জুড়ে। ফলে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ। রাজ্য সরকার ইতিমধ্যে মার্চ মাসে মিড ডে মিলের চাল ও আলু ছাত্রছাত্রীদের মধ্যে বিলি বন্টন করেছে। এই রকম অবস্থার মধ্যেই কেন্দ্র সরকার মিড ডে মিলের বরাদ্দ বাড়ালো। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের রান্নার খরচ বেড়ে বরাদ্দ হলো ৪ টাকা ৯৭পয়সা। গতবারের থেকে ৪৯ পয়সা বেশী বেড়েছে। উচ্চ-প্রাথমিকের অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়া পিছু রান্নার খরচ বেড়ে বরাদ্দ হলো ৭ টাকা ৪৫ পয়সা। গতবারের চেয়ে বেড়েছে ১টাকা ০৮ পয়সা। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই টাকা দেবে অর্থাৎ ৬০: ৪০ অনুপাতে টাকা দেবে। একমাত্র কেন্দ্রশাসিত রাজ্যের টাকা কেন্দ্র সরকার বহন করবে। এছাড়াও উত্তর পূর্ব রাজ্য, জম্মু কাশ্মীর, উত্তরাখন্ড ও হিমাচলপ্রদেশের টাকা কেন্দ্র সরকার ৯০ শতাংশ বহন করবে। এবিটিএ এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ বলেন, মিড ডে মিলের টাকা যেটা বৃদ্ধি পেয়েছে এটা যথেষ্ট নয়। বর্তমান জিনিস পত্রের যা দাম তাতে আরো বৃদ্ধি করা দরকার ছিলো। সামান্য যা বৃদ্ধি পেয়েছে তাকেই স্বাগত। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল প্ৰাথমিক শিক্ষক সংগঠনের জেলা কার্যকরী সভাপতি শান্তনু দে বলেন, আমরা সাংগঠনিক ভাবে দীর্ঘদিন ধরেই বরাদ্দ বৃদ্ধির জন্য দাবী জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে যেটা বৃদ্ধি করেছে তাকে স্বাগত জানায়।