|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, রাজনগর : বীরভূম জেলার রাজনগর এলাকায় রবিবার পথসভা করেন বীরভূম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডাঃ রেজাউল করিম৷ সঙ্গে থাকতে দেখা যায় স্থানীয় দলীয় কর্মী সমর্থকরদেরও৷ এদিন সন্ধ্যায় রেজাউল সাহেব তাঁর বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকারের জন বিরোধী নীতিগুলির সমালোচনা করেন৷
সারদা, নারদার প্রসঙ্গ এনে তৃণমূল তথা রাজ্য সরকারের বিভিন্ন অনৈতিক কাজকর্মের বিরুদ্ধেও এদিন সোচ্চার হন তিনি৷ রাজ্যে বন্ধ হয়ে রয়েছে বহু গ্রন্থাগার৷ সে ব্যাপারে রাজ্যসরকার উদাসীন৷ এই ধরণের বিষয় উথ্থাপন করে তাদের কড়া ভাষায় সমালোচনা করতে ছাড়েননি তিনি৷ এদিনের পথ সভা তথা প্রচার সভা থেকে বামফ্রন্ট তথা সিপিআইএম প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানও জানান তিনি৷ এদিন রাজনগরের বিভিন্ন রাস্তায় দলীয় মিছিল এলাকা পরিক্রমা করে৷ আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ডাঃ রেজাউল সাহেব সহ সকল সিপিআইএম তথা বাম সদস্য সমর্থকরা৷