|
---|
নিজস্ব সংবাদদাতা:তৃণমূল বা বিজেপি নয় । সিপিএম ছেড়ে ফের সিপিএম শরিক সিপিআই তে যোগ দিলেন পার্থ মৈত্র সহ ৬ জন । তাদের রবিবার দলে যোগদান করান সিপিআই এর দার্জিলিং জেলা সম্পাদক অনিমেষ ব্যানার্জি ।
দলের উচ্চ নেতৃত্বদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে গত শুক্রবার সিপিএম ছাড়ে সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মৈত্র , সহ জ্যোতি দে সরকার ,উজ্জ্বল ঘোষ , বিপুল ঘোষ , বিজয় চৌধুরী , অরিজিৎ গাঙ্গুলি । এরা দার্জিলিং জেলা সিপিএমের সক্রিয় যুব সদস্য ছিলেন ।
মূলত সিন্ডিকেট ভাবে সংগঠন চালাচ্ছে দলের নেতৃত্ব । দলে নতুন মুখদের জায়গা দেওয়া হচ্ছে । “ইয়েস ম্যান নিতী চালাচ্ছে সিপিএম নেতৃত্ব । এমনটাই অভিযোগ আনে দল বিমুখ এই সদস্যরা ।
পার্থ মৈত্র জানান , তারা ক্ষমতা লোভের জন্য শাসক দল বা অন্য কোন রাজনৈতিক দলে যোগদান করছে না । সিপিএম ছাড়লেও তারা বামপন্থী মনোভাবাপন্ন । সেই কারনে সেই একই নীতি মেনে শরিক সংগঠন সিপিআই তে যোগদান করলেন ।
দলে যোগদান প্রসঙ্গে সিপিআই আর জেলা সম্পাদক অনিমেষ ব্যানার্জী জানান , নতুন করে ফের বাড়তি অক্সিজেনের যোগাবে যোগদানকারীরা ।এতে দলের শক্তি বাড়বে।তৃণমূল বা বিজেপি নয় । সিপিএম ছেড়ে ফের সিপিএম শরিক সিপিআই তে যোগ দিলেন পার্থ মৈত্র সহ ৬ জন । তাদের রবিবার দলে যোগদান করান সিপিআই এর দার্জিলিং জেলা সম্পাদক অনিমেষ ব্যানার্জি জানান, নতুন করে ফের বাড়তি অক্সিজেনের যোগাবে যোগদানকারীরা ।এতে দলের শক্তি বাড়বে।