|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: গীতাঞ্জলি শিক্ষায়তনের তরফে রামপুরহাট রেলওয়ে রঙ্গমঞ্চে সম্প্রতি এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন বিশিষ্টদের মধ্যে রাজ্যের কৃষিমন্ত্রী সহ শিক্ষা ও সংস্কৃতিপ্রেমী মানুষজনেরা৷ শিক্ষায়তনের ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷ শিক্ষায়তনের কর্ণধার তাঁর গানের গুরুকে এদিন গুরু সম্মান প্রদান করেন আনুষ্ঠানিক ভাবে৷ এমন সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান দেখার ও উপভোগ করার সুযোগ পেয়ে রামপুরহাটবাসী আনন্দিত৷
কর্ম কর্তারা জানান, উদ্যোক্তা তথা আয়োজকদের এটিই হল প্রথম মঞ্চ অনুষ্ঠান৷ খ্যাতনামা ব্যক্তিত্বদের উপস্থিতিতে সকলের শুভেচ্ছায় এমন সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পেরে খুশি গীতাঞ্জলি শিক্ষায়তনের কর্ণধার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়৷ উক্ত অনুষ্ঠান মঞ্চে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুরপিতা সিরাজ জিম্মি সহ শিক্ষা ও সাংস্কৃতিক জগতের মানুষজনেরা৷ এদিন অানুষ্ঠানিক ভাবে উক্ত শিক্ষায়তনের কর্ণধার প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় তাঁর সংগীত জগতের গুরু রামপুরহাটের গান্ধর্বীর কর্ণধার চৈতি মজুমদারকে গুরু সম্মাননা প্রদান করেন৷ এদিন গীতাঞ্জলি শিক্ষায়তনের ছাত্র ছাত্রীরা আকর্ষণীয় নৃত্য, সংগীত প্রভৃতি পরিবেশন করেন ৷ উপস্থিত সকল দর্শক শ্রোতা মুগ্ধ এমন সাংস্কৃতিক সন্ধ্যা উপহার পেয়ে৷ ‘ আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে ‘ এমন সুমিষ্ট গানের কথাগুলি অনুষ্ঠানের শেষেও শ্রোতাদের কানে যেন বেজে চলেছে ক্রমান্বয়ে৷ অনুষ্ঠানের রেশ যে এখনও সংস্কৃতিপ্রেমীদের মাঝে রয়ে গেছে তা বলাই যায়৷