|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আপাতত ঘূর্ণিঝড়ের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের প্রভাব বঙ্গ উপকূলে পড়ার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনই।
মৌসম ভবনের বক্তব্য “দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ৬ মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এই নিম্নচাপের ফলে পার্শ্ববর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।”
জানা গিয়েছে, বুধবারও রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে।