|
---|
দেবজিৎ মুখার্জি: মূল্যবৃদ্ধি রুখতে এবার বড়োসড়ো পদক্ষেপ নিলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিন বছর বাদে একধাক্কায় রেপো রেট বাড়িয়ে দেওয়া হল ৪০ বেসিস পয়েন্ট। যার ফলে নতুন রেপো রেট দাঁড়াচ্ছে ৪.৪০%।
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের বক্তব্য “ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতেই রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্যসামগ্রীর যে ১২টি বিভাগ আছে তার মধ্যে ৯টির দামই মার্চ মাসে ছিল ঊর্ধ্বমুখী। খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে RBI।”
শুধু রেপো রেট নয়, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে ক্যাশ রিজার্ভ রেশিও-ও যাতে ব্যাংকগুলি ঋণ দেওয়ার ব্যাপারে আগের তুলনায় বেশি সংযত হয়। রিজার্ভ ব্যাংকের আশা, এর ফলে মানুষ বিলাসবহুল পণ্যের কেনাবেচা কমিয়ে দেবে।
এই সিদ্ধান্তের পরই শেয়ার বাজারে নামে বড়সড় ধস।