|
---|
দেবজিৎ মুখার্জি: কর্নাটকের হিজাব বিতর্কের প্রভাব এবার যোগী আদিত্যনাথ এর রামরাজ্যে। শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সুবিধা থেকে বঞ্চিত হল হিজাব পরা ছাত্রীরা।
জানা গিয়েছে, গাজিয়াবাদের গিন্নিদেবী কলেজের কর্তৃপক্ষ হিজাব পরিহিত মুসলিম পড়ুয়াদের বিনামূল্যে ট্যাবলেট দিতে অস্বীকার করে। কলেজের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার জানান “ফ্রি ট্যাবলেটের বিষয়ে জানতে অধ্যক্ষের কাছে গেলে কলেজ কর্তৃপক্ষ আমাদের হিজাব খুলে ফেলতে বলে। আমাদের সঙ্গে ‘রূঢ়’ ভাবে কথা বললেও পুলিশ এলে তাঁরা বিনয়ের সঙ্গে কথা বলতে শুরু করেন।”
অন্যদিকে, কলেজের অধ্যক্ষের বক্তব্য “পড়ুয়ারা ইউনিফর্মে ছিল না তাই তাদের কলেজ চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি।”