|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক বাবরি মসজিদের শাহাদাত দিবসে ৬ ডিসেম্বর রবিবার সংখ্যালঘু যুব ফেডারেশন কলকাতায় ধর্মতলার স্টেটসম্যান হাউজের সামনে বিক্ষোভ প্রদর্শন করল। টিপু সুলতান মসজিদ এলাকায় মিছিল শেষে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন- স্বাধীন ও ধর্মনিরপেক্ষ ভারত রাষ্ট্রের ইতিহাসে ৬ই ডিসেম্বর প্রায় ২৫ কোটি ভারতীয় মুসলিম এবং ১৮০ কোটি পৃথিবীর ইসলাম ধর্ম বিশ্বাসীর কাছে একটি বিলাপের দিন। কালা দিবস বাবরি মসজিদ শহীদ দিবস। এই অপরাধ ও অন্যায়কে তারা কখনই ক্ষমা করবে না। তারা যতদিন না বাবরি মসজিদ সসম্মানে তাদের ফিরিয়ে দিবে ততদিন মুসলিম সম্প্রদায় শান্তিপূর্ণ পথে প্রতিবাদ অব্যাহত রাখবে।