|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম পুরোনো ক্লাব মুগবসান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দু’দিনব্যাপী বিশাল আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা মুগবসান ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি খেলোয়ার সহযোগে বিভিন্ন ক্লাব এই খেলায় অংশগ্রহণ করেছিল।
ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুর থানার ওসি সুবীর মাঝি।
প্রতিযোগিতায় মেদিনীপুর পাল বাড়ী একাদশ বিজয়ী এবং মেদিনীপুর আর্মি একাদশ বিজিত হয় । ক্লাবের পক্ষ থেকে বিজয়ী মেদিনীপুর পালবাড়ী একাদশকে নগদ 12000 টাকা , একটা সুদৃশ্য ট্রফি ও মানপত্র এবং মেদিনীপুর আর্মি একাদশকে নগদ 10000 টাকা, একটা সুদৃশ্য ট্রফি ও মানপত্র দেওয়া হয়। এছাড়াও ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, সেরা গোলকিপার পুরস্কার দেওয়া হয়। ক্লাবের প্রাক্তন সদস্য ও প্রবীণ নাগরিকদেরও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় । গুরুদাস মন্ডল, নবকুমার চৌধুরী, বিকাশ কোলে রেফারি ও লাইন্স ম্যান হিসাবে এই ফুটবল প্রতিযোগিতায় খ্যাতি অর্জন করলো।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রিয়াজুল হক, মুগবসান প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দীপক রায়, টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি সদস্য সেখ মইনুল ইসলাম, মুক্তমঞ্চের সম্পাদক চৌধুরী আবুল কালাম আজাদ , প্রাক্তন খেলোয়াড় সেখ ফারেশ আলী , আনসার চৌধুরী, স্পোর্টিং ক্লাবের সম্পাদক চৌধুরী জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক শেখ গোলাম হোসেন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য বৃন্দ।
ক্লাবের সম্পাদক চৌধুরী জাকির হোসেন ও ক্রীড়া সম্পাদক সেখ গোলাম হোসেন বলেন, মুগবসানের একটা ঐতিহ্য আছে । সেই ঐতিহ্য বহন করে নিয়ে যাওয়া মুগবসান স্পোর্টিং ক্লাবের কর্তব্য। ক্লাবের প্রতিষ্ঠার সময় থেকে প্রতিবছর ফুটবল খেলাকে আগে নিয়ে যাওয়া ও এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য ফুটবল প্রতিযোগিতা হয়। এই খেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়।