বলিউড অভিনেতা সইফ আলি খানকে হুমকি দিলেন বিজেপি বিধায়ক

নতুন গতি ওয়েব ডেস্ক: বলিউড অভিনেতা সইফ আলি খান তাঁর আগামী ফিল্ম ‘আদিপুরুষ’ নিয়ে বিজেপি নেতার হুমকির মুখে পড়লেন। সইফ আলি খানকে এই ফিল্মে রাবণের চরিত্রে দেখা যাবে। আসলে সইফ তার এক সাক্ষাৎকারে জানান, এই ফিল্মে রাবণের চরিত্রকে সকারাত্মক রুপ দেওয়া হয়েছে। সইফের এই বক্তব্য নিয়েই বিতর্ক শুরু হয়েছে। এ প্রসঙ্গে ঘাটকোপার বিজেপি বিধায়ক রাম মাধব হুমকি দিয়ে বলেন, রামায়ণের তথ্য বিকৃত হলে বরদাস্ত করা হবে না। হিন্দু ধর্মের ওপর আস্থা রেখেই তৈরি করতে হবে সিনেমা।

    রাম মাধব বলেন, ‘‘এই ফিল্মে রাবণের চরিত্রকে ন্যায়সঙ্গত রুপ দেওয়া হয়েছে। অর্থাৎ রাবণের চরিত্রকে ‘নায়ক’ হিসেবে দেখানো হবে এবং মা সীতার অপহরণকে যুক্তিযুক্ত ভাবে দেখানো হবে। এমনকী রাম-রাবণের যুদ্ধকেই ন্যায়সঙ্গত দেখানো হবে। বিজেপি নেতা প্রশ্ন তোলেন, রাবণের চরিত্রকে নায়কের রুপ কেমন করে দেওয়া সম্ভব? চলচ্চিত্র প্রযোজককে হিন্দু ধর্মের মান্যতাকে মাথায় রেখেই ফিল্ম বানাতে হবে। এরকমটা আমরা হতে দেব না।’’

     

    রাম মাধব বলেন, ‘‘বেশ কিছুদিন ধরেই বলিউডে হিন্দুদের ধর্মীয় ভাবনায় আঘাত করার কাজ চলছে, এবং এই কাজ উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই করা হচ্ছে। আমি একজন হিন্দু হিসেবে ধর্মবিশ্বাসে আঘাত কিছুতেই বরদাস্ত করব না।