|
---|
UAPA আইন চাপিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়ার গর্ভবতী PHD ছাত্রী কে গ্রেফতার করলো দিল্লী পুলিশ
নতুন গতি, ওয়েব ডেস্ক : CAA (Citizenship Amendment act) আইন পাস হওয়ার পর দীর্ঘ দিন ধরে পুরো দেশ ব্যাপী বিশাল বিক্ষোভ হয়েছে যার শুরু হয়েছিলো দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে। পার্লামেন্টে CAB বিল পাস হাওয়ার পর থেকেই JMI তে শান্তি পূর্ণ বিক্ষোভ শুরু হয় কিন্তু এক রাতে দিল্লী পুলিশ জামিয়া ইউনিভার্সিটি ভিতরে প্রবেশ করে অমানবিক অত্যাচার চালায় ছাত্র ছাত্রী দের উপর । ইউনিভার্সিটির ভিতরে থাকা মসজিদ কে রক্তাক্ত করে দেই দিল্লী পুলিশ। সেই দিন থেকেই আরো বিশাল বিক্ষোভ শুরু হয় জামিয়া সহ পুরো দেশে। বিক্ষোভ চলতে চলতে করোনা ভাইরাস প্রবেশ করে দেশে ফলে পুরো দেশ কে লকডাউন করে দেওয়া হয়। সরকার এই লকডাউনের ফায়দা নিয়ে একটার পর একটা Activists দের UAPA আইনের মাধ্যমে জেলে ভোরেয় চলেছে ।
কিছুদিন আগেই জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র উনার খালিদ সহ আরো অনেক স্টুডেন্ট Activists দের গ্রেফতার করে দিল্লী পুলিশ। তবে এবার আরো নিকৃষ্ট কাজ করলো দিল্লী পুলিশ।
জামিয়া মিলিয়া ইসলামিয়ার PHD ছাত্রী সাফোরা জারগার যিনি এখন গর্ভবতী আছে আর এই রমজান মাসে ওনার উপর UAPA (Unlawful activities prevention act) আইন চাপিয়ে দেশদ্রোহী মামলা লাগিয়ে গ্রেফতার করে নিয়ে গেছে দিল্লী পুলিশ। যার অপরাধ হলো জামিয়াতে হওয়া বিক্ষোভে অংশগ্রহন করা।